Homeদেশের গণমাধ্যমেমাঝ আকাশে ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট

মাঝ আকাশে ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট


মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্স স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। উৎক্ষেপণের কয়েক মিনিটের মাথায় রকেটটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। ফলে এটি মাঝ আকাশে ভেঙে পড়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্পেসএক্সের রকেট ভেঙে পড়েছে।

সামাজিক যোগোযোগমাধ্যম এক্সে এক পোস্টে স্পেসএক্স জানিয়েছে, উৎক্ষেপণের পর খুব দ্রুতই রকেটটি ভেঙে পড়েছে। অভিযান ব্যর্থ হওয়ার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট দলগুলো ফ্লাইট পরীক্ষার তথ্য আরও গভীরভাবে পর্যালোচনা করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের পরীক্ষার মধ্য দিয়ে আমরা যা শিখি তার মাধ্যমেই সাফল্য আসে। আজকের এ অভিযান স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে আমাদের সহযোগিতা করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মাঝ আকাশে রকেটটি বিস্ফোরিত হয়ে ভেঙে পড়েছে। তবে এ ফুটেজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইলন মাস্ক জানান, ‘সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত।’ এরপর তিনি রকেট উৎক্ষেপণের ভিডিও শেয়ার করেছেন।

স্থানীয় সময় বিকেল ৫টা ৩৮ মিনিটে টেক্সাসের বোকা চিকা এলাকা থেকে রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এটি স্পেসএক্সের রকেটের সপ্তম পরীক্ষা ছিল। উৎক্ষেপণের প্রায় চার মিনিট পর এটি পরিকল্পনামতো ‘সুপার হেভি’ বুস্টার থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু এর পরপরই রকেটটিতে বিস্ফোরণ ঘটে। তবে উৎক্ষেপণের প্রায় সাত মিনিট পর সুপার হেভি বুস্টার অংশ উৎক্ষেপণস্থলে ফিরতে সক্ষম হয়েছে।

মার্কিন কেন্দ্রীয় বিমান পরিবহন প্রশাসন (এফএএ) জানিয়েছে, স্পেসএক্সে রকেট উৎক্ষেপণের বিপত্তির বিষয়ে তারা অবগত ছিলেন। ফলে যেখানে রকেটের ধ্বংসাবশেষ পড়েছে সে এলাকা থেকে বিমানগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত