Homeদেশের গণমাধ্যমেমহাসড়কে প্রাইভেটকারে আগুন, নাশকতার মামলা করেছে পুলিশ

মহাসড়কে প্রাইভেটকারে আগুন, নাশকতার মামলা করেছে পুলিশ


ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার অভিযোগে অজ্ঞাতদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কের নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এর গতকাল বুধবার (১৯ নভেম্বর) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর গজনাইপুর জামিয়া ফুরকানিয়া দারুল উলুম মাদ্রাসার উত্তর পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর রেজিস্ট্রেশনবিহীন পুরাতন প্রাইভেটকারে অজ্ঞাত দুস্কৃতিকারীরা আগুন লাগিয়ে চলে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই হাসিবুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের সহযোগিতায় মহাসড়ক থেকে প্রাইভেটকার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় লোক চক্ষুর আড়ালে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা একে অপরের সহায়তায় রেজিস্ট্রেশনবিহীন পুরাতন প্রাইভেটকারে আগুন লাগিয়ে ক্ষতিসাধন করে নাশকতার চেষ্টা করেছে অভিযোগে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী বিশেষ ক্ষমতা আইনে নবীগঞ্জ থানায় মামলা করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত