বিভিন্ন মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কগুলোতে অন্যান্য পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে নিষিদ্ধ সিএনজি ও ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন ধরনের তিন চাকার যান। কোথাও কোথাও উল্টো পথে চলছে ছোট-বড় যানবাহন। হেলমেট ছাড়া ও দুজনের বেশি যাত্রী নিয়ে চলছে মোটরসাইকেল। এমন নানা অনিয়মের দৃশ্য দেখা যায় বিভিন্ন মহাসড়কে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড কুমিরা এলাকার অনিয়ম নিয়ে এ ছবির গল্প।