ঢাকা: মাদক মামলায় ১৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কাজী নজরুল ইসলামকে (৪৫) যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) ও (র্যাব-১০)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদক মামলায় ১৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আসামি কাজী নজরুল ইসলাম গত ২০১৭ সালে ১৫শ পিস ইয়াবা বড়িসহ বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকায় গ্রেপ্তার হয়। পরে বরিশাল এয়ারপোর্ট থানায় আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়। ওই মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়। আসামি আদালত থেকে জামিনে মুক্তির পরে নিয়মিত হাজিরা না দিয়ে নিজ এলাকা থেকে পালিয়ে যায়।
অন্যদিকে মামলার বিচারকার্য শেষে আদালত আসামি কাজী নজরুল ইসলামকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর পর থেকে র্যাব-২ আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এমএমআই/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।