এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক মো. আশিকুর রহমান বলেন, ‘ফুলপুরে কাউকে লিডারশিপ দেওয়া হয়নি। আন্দোলনে তাঁর (জিল্লুর রহমান) কী ভূমিকা ছিল, সেটিও আমাদের জানা নেই। সেখানে যদি কেউ নিজেকে সমন্বয়ক দাবি করেন, তাহলে কী করার আছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হয়তো কর্মী হিসেবে থাকতে পারেন।’ আশিকুর রহমান আরও বলেন, ‘তিনি (জিল্লুর রহমান) যদি অন্যায় কিছু করে থাকেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি হবে, এটিই আমাদের প্রত্যাশা।’