Homeদেশের গণমাধ্যমেময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় নিহত ৩



ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২১ ফেব্রুয়ারি ২০২৫  

ফাইল ফটো


ময়মনসিংহ নগরী ও তারাকান্দায় পৃথক স্থানে দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর দুর্গাবাড়ি রোডে দেয়াল ধসে লক্ষ্মী রানী বসাক (৭০), তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের লোনহালা গ্রামের জুয়েল ফকিরের স্ত্রী তাসলিমা খাতুন (৪৫) ও অপর জন মোটরসাইকেল আরোহী শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মো. জমর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৬)।

জানা গেছে, ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি রোডে দেয়াল ধসে লক্ষ্মী রানী বসাক (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পরিত্যক্ত দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “দেয়াল ধসে বৃদ্ধা মৃত্যুর খবর পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।” 

এদিকে, দুপুরে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ড্রাম ট্রাক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মোছা. তাসলিমা খাতুন রাস্তার মধ্যে পড়ে যান। বালু ভর্তির ড্রাম ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চরে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তারাকান্দা থানাধীন মাসকান্দা এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

অপর দিকে, মোটরসাইকেল আরোহী মো. রফিকুল ইসলামহ আরো দুজন ময়মনসিংহ থেকে শ্রীবরদী নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে তারাকান্দার জামান ফিলিং স্টেশন সংলগ্ন বটতলায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা একটি বাস এবং ট্রাকের ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এই ঘটনায় আহত তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। বাকী দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও মোটরসাইকেলে থাকা আরও দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ি ও চালকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা/মিলন/এস





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত