লক্ষ্মীপুরের একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফুর রহমান (৪৬) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ময়মনসিংহের তারাকান্দা থেকে গত বুধবার তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজন হত্যার দায় স্বীকার করে গতকাল শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।
আদালতে স্বীকারোক্তি দেওয়া চার আসামি হলেন আশিকুর রহমান (৩৫), রাহাত হোসেন (২৫), মো. পরশ চৌধুরী (২৯) ও মো. এহতেশামুল হক (২৫)। গতকাল শুক্রবার ময়মনসিংহ সদরের দাপুনিয়া খেজুরতলা মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। প্রযুক্তির সহায়তায় শুক্রবার দুপুরে দাপুনিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আশিকুর মাদারীপুরের শিবচর থানার কুতুবপুর গ্রামের মো. সোলায়মানের ছেলে, রাহাত ময়মনসিংহের হালুয়াঘাটের কুমারগাতি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে, পরশ রংপুর সদরের গণেশপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন চৌধুরীর ছেলে এবং এহতেশামুল তারাকান্দার রূপচন্দ্রপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়।