Homeদেশের গণমাধ্যমেমনুমেন্টালে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ, অপেক্ষার প্রহর গুনছে ফুটবল বিশ্ব

মনুমেন্টালে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ, অপেক্ষার প্রহর গুনছে ফুটবল বিশ্ব


বুয়েনোস আইরেসের আকাশে এখন শুধুই উত্তেজনার ঝড়। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হতে চলেছে বিশ্বকাপ বাছাইপর্বের আরেকটি রোমাঞ্চকর অধ্যায়ে। লিওনেল মেসিহীন স্কালোনার দল কি পারবে ব্রাজিলের বাঁধা টপকাতে? নাকি ভিনিসিয়ুস জুনিয়রদের দাপটে হাসবে সেলেসাওরা? উত্তরের জন্য ফুটবল ভক্তদের খুব বেশি অপেক্ষা করতে হবে না, তবে ম্যাচ শুরুর আগে জেনে নেয়া যাক ম্যাচ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য!

ম্যাচের গুরুত্বপূর্ণ তথ্য

  • তারিখ: ২৬ মার্চ ২০২৫
  • সময়: ভোর ৬:০০ (বাংলাদেশ সময়)
  • ভেন্যু: মনুমেন্টাল স্টেডিয়াম, বুয়েনোস আইরেস
  • রেফারি: আন্দ্রেস রোজাস (কলম্বিয়া)
  • ভিএআর: জন পেরডোমো (কলম্বিয়া)

স্কালোনির কৌশল: মেসিহীন আর্জেন্টিনার চ্যালেঞ্জ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে এবং মাত্র ১ পয়েন্ট পেলেই তারা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। তবে স্কালোনির দল বড় এক ধাক্কার মুখে, কারণ দলের প্রাণভোমরা লিওনেল মেসি মাঠে নামতে পারছেন না বাঁ পায়ের ইনজুরির কারণে। একইসঙ্গে দলে নেই লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, গনজালো মনতিয়েল ও জিওভানি লো সেলসোর মতো তারকারা।

তবে, আশার কথা হলো, রদ্রিগো দে পল ফিরছেন দলে! মিডফিল্ডের নিয়ন্ত্রণ ধরে রাখতে তার উপস্থিতি হতে পারে ম্যাচ নির্ধারক।

নেইমার ছাড়া ব্রাজিল কতটা ভয়ংকর?

ব্রাজিল দলও বেশ কিছু বড় ধাক্কা খেয়েছে। সবচেয়ে বড় অনুপস্থিতি নেইমারের, যিনি ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না। এছাড়া দলে নেই আলিসন, ব্রুনো গুমায়রেস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও গেরসন।

কিন্তু ব্রাজিল মানেই প্রতিভার ফোয়ারা! ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও রদ্রিগোদের নিয়ে গড়া আক্রমণভাগ যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও ব্রাজিলের আক্রমণভাগ ভয়ংকর রূপ নিতে পারে যে কোনো মুহূর্তে।

আর্জেন্টিনা-ব্রাজিল মানেই শ্বাসরুদ্ধকর নাটকীয়তা! এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। স্কালোনির দল বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে মরিয়া, অন্যদিকে ব্রাজিল চাইবে প্রতিপক্ষের দাপটের জবাব দিতে। ফুটবলপ্রেমীরা তৈরি থাকুন—আগামীকাল ভোরে ফুটবল বিশ্ব পাবে আরেকটি মহাকাব্যিক লড়াই!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত