ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মধ্যরাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
এতে নদীর দুই পাশে আটকা পড়ে দুর্ভোগে পোহাচ্ছেন কয়েকশ যানবাহনের যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত একটার পর থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত দেড়টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এ নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।