Homeদেশের গণমাধ্যমেমতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২


রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. জুয়েল মিয়া (২৮) ও মো. কারিম (২২)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু, রশি ও স্কচটেপ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মতিঝিল থানা এলাকায় রাতের ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, আরামবাগ এলাকায় কয়েক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে থানার টহল দল ও আল হেলাল পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টার একপর্যায়ে জুয়েল ও করিমকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ১০/১৫ জন পালিয়ে যায়।

গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তারা ও পালিয়ে যাওয়া ব্যক্তিরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য ওই স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত