Homeদেশের গণমাধ্যমেমঙ্গলবার শহীদ মিনারে কর্মসূচি হবে, তবে জুলাই ঘোষণা হচ্ছে না

মঙ্গলবার শহীদ মিনারে কর্মসূচি হবে, তবে জুলাই ঘোষণা হচ্ছে না


আগামীকাল ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণা কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে এদিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে না।

সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।

তিনি জানান, ৫ আগস্ট সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। আগামীকাল সারাদেশ এবং ঢাকার মানুষ একইভাবে রাস্তায় নেমে আসবে। অন্তর্বর্তী সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরাও এর পক্ষে সমর্থন জানাই। সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, তবে আমরা যে কর্মসূচি দিয়েছি শহীদ মিনারে- আমরা বিপ্লবীরা একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না।

আগামীকাল ঘোষণাপত্র প্রকাশ করা হবে কি না? এমন প্রশ্ন করলে মাসউদ কোনো উত্তর না দিয়ে প্রক্লেমেশনের পক্ষে কার্যালয়ের বাইরে মিছিল করা হবে জানিয়ে দ্রুত সংবাদ সম্মেলন স্থান ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যতম সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলন শেষে সারজিস আলম কার্যালয়ে প্রবেশ করে কয়েক মিনিটের মধ্যে আবার বেরিয়ে যান।

এনএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত