ভর্তি-ইচ্ছুক সামিয়া আক্তার বলেন, ‘ভুলবশত আমি প্রবেশপত্রে থাকা কেন্দ্রের নামটি ভালোভাবে খেয়াল করিনি। পরীক্ষা দিতে এসে দেখলাম, আমার পরীক্ষা কেন্দ্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বাকৃবি কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আমি অনুরোধ জানাই, যাতে আমাকে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন। এই অল্প সময়ের মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেওয়া তো কোনোভাবেই সম্ভব নয়।’
এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, নির্দেশনা আছে যে এক কেন্দ্রের পরীক্ষার্থী আরেক কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না। এখানে নিয়মের বাইরে গিয়ে কোনোকিছু করার সুযোগ তাঁদের নেই।