Homeদেশের গণমাধ্যমেভিসির পদত্যাগের দাবিতে প্রতীকী গদি জ্বালালেন কুয়েট শিক্ষার্থীরা

ভিসির পদত্যাগের দাবিতে প্রতীকী গদি জ্বালালেন কুয়েট শিক্ষার্থীরা


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসির পদত্যাগের ১ দফা দাবিতে প্রতীকী গদি জ্বালানো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভিসির প্রতীকী গদিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ১ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিক্ষোভ চলাকালে ‘দালাল ভিসি বহাল কেন-ইন্টেরিম জবাব চাই, জ্বালোরে জ্বালো-আগুন জ্বালো, কুয়েট ভিসির গদিতে-আগুন জ্বালো একসাথে’ এমন নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, কুয়েট ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এখন ব্যর্থতার দায় নিতে অস্বীকার করছেন। নেট-পানি অফ করে হল থেকে বের করে দিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছেন। আমরা তাকে ভিসি হিসেবে চাই না। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা আরও বলেন, এক দফা দাবিতে আমরা অনড়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

এর আগে ছাত্রদের ৬টি হলের তালা ভেঙে ১৫ এপ্রিল প্রবেশ করেন শিক্ষার্থীরা। মূলত, তারাই ক্যাম্পাসে প্রতিদিন ভিসিবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এ আন্দোলনে শিক্ষকদের একটি অংশ থাকলেও তারা প্রকাশ্যে আসছেন না। এজন্য কুয়েটের শিক্ষা ব্যবস্থায় অনেকটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ ছাত্রকে বহিষ্কার এবং আগামী ২ মে হল খুলে দেওয়া ও ৪ মে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত