Homeদেশের গণমাধ্যমেভিসা-প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে অঙ্গীকার ঢাকার ইতালি দূতাবাসের

ভিসা-প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে অঙ্গীকার ঢাকার ইতালি দূতাবাসের


ভিসা-প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার করেছে ঢাকার ইতালির দূতাবাস। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ইতালিতে প্রতারণামূলক কার্যক্রম বোঝার এবং শনাক্ত করতে দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়ে সক্রিয়ভাবে অবদান রাখছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এসব ক্ষেত্রে প্রতারণা-সংক্রান্ত ঘটনায় ইতালির পুলিশ (গার্ডিয়া ডি ফিনানজা) একটি তদন্ত করেছে। এরপর দূতাবাসের দুজন প্রাক্তন কর্মীসহ অন্যান্য ইতালীয় এবং বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের গৃহবন্দি করা হয়েছে।

এতে আরও বলা হয়, এটি দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার উদ্যোগ। একই সঙ্গে এটি অভিবাসীদের নির্যাতন ও প্রতারণা থেকে রক্ষা করার জন্য দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিখুঁত তল্লাশি কার্যক্রমের আরও একটি প্রমাণ।

ভিএফএস গ্লোবালের আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কনস্যুলার এবং পরিষেবা ফি ছাড়া কাউকে কিছু না দিতে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়াতে ভিসা আবেদনকারীদের আবারও অনুরোধ করেছে দূতাবাস। আবেদনকারীদের তাদের আবেদনপ্রক্রিয়া সম্পর্কিত যেকোনো অসদাচরণের অভিজ্ঞতা কর্তৃপক্ষের কাছে জানানোর অনুরোধ করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে অতিরিক্ত কর্মী নিয়োজিত করার কারণে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমেছে এবং সামনের মাসগুলোতে বিদ্যমান সমাস্যা দ্রুত সমাধান হবে বলে দূতাবাস আত্মবিশ্বাসী।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত