ভিয়েতনামের হ্যানয়ে গ্র্যান্ডমাস্টারস ২ দাবা প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পঞ্চম হয়েছেন। তিনি ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানের জন্য টাই করে টাইব্রেকিংয়ে এই অবস্থানে শেষ করেন।
আজ বুধবার নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত খেলায় ফাহাদ ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার দাও খোয়াং দাইয়ের সঙ্গে ড্র করেন। শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার লিয়ানানগে রানিনদু দিলশান সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন।