এখন প্রশ্ন হচ্ছে, ম্যাচ শেষেও আলোটা ভিনি ধরে রাখতে পারবেন, নাকি তাঁকে ম্লান করে উজ্জ্বল হয়ে উঠবেন রাফিনিয়া?
বিস্ময়করভাবে পরিসংখ্যান এই মৌসুমে রাফিনিয়াকেই এগিয়ে রাখছে। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে রাফিনিয়া ১৩ ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, গোল করেছেন ৯টি, করিয়েছেন আরও ৮টি। অন্যদিকে রিয়ালের হয়ে ভিনি ১৪ ম্যাচে গোল করেছেন ৮টি, করিয়েছেন ৭টি।
এল ক্লাসিকোতে অবশ্য আগের পরিসংখ্যান, মুখোমুখি লড়াইয়ে ইতিহাস, এসব খুব একটা কাজে আসে না। এটা মর্যাদার লড়াই, স্নায়ুর লড়াই। প্রতিটি ম্যাচ এখানে তারকা হয়ে ওঠার মঞ্চ।
এখন দেখার অপেক্ষা, সেই মঞ্চে আজ ভিনি আলো কেড়ে নেন, নাকি রাফিনিয়া? নাকি দুজনকেই ম্লান করে অন্য কেউ হয়ে ওঠেন ক্লাসিকোর নায়ক!