Homeদেশের গণমাধ্যমেভিনিসিউসের গোলের রেকর্ড | খেলাধুলা

ভিনিসিউসের গোলের রেকর্ড | খেলাধুলা


প্রকাশিত: ২২:৫৭, ২৩ জানুয়ারি ২০২৫  


উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুধবার দিবাগত রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে সলসবুর্গকে। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ভিনিসিউস জুনিয়র। এর মধ্য দিয়ে গোলের রেকর্ডও গড়েন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন।

৫৫ ও ৭৭ মিনিটে করা গোল দুটি ছিল চ্যাম্পিয়নস লিগে তার ২৭ ও ২৮তম গোল। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে ব্রাজিলিয়ান হিসেবে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ভিনি অবস্থান নিয়েছেন তৃতীয় স্থানে। ৪৩ গোল নিয়ে নেইমার আছেন শীর্ষে। আর কাকা ৩০ গোল নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। পরের ম্যাচে আবারও জোড়া গোল করতে পারলে ভিনি ছুঁয়ে ফেলবেন কাকাকে।

অবশ্য রিয়াল মাদ্রিদের মতে এই ম্যাচে ভিনি শতগোল পেরিয়ে গেছেন। এই দুটি গোল ছিল যথাক্রমে তার ১০০ ও ১০১ তম গোল। তাদের দাবি স্প্যানিশ লিগে তার একটি গোল আত্মঘাতি খাতে লেখা হয়েছে। মূলত সেই গোলটিও তার ছিল।

চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের এবারের নতুন ফরম্যাটের আসরের শুরুটা যাচ্ছেতাই হয়েছিল। প্রথম ছয় ম্যাচ থেকে তিনটিতেই হেরেছিল কার্লো আনচেলোত্তির শিষ্যরা। বাদ পড়ে যাওয়ার শঙ্কায়ও ছিল তারা। কিন্তু সেই শঙ্কা উড়িয়ে শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার দাবিদার হয়ে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা। আগামী বুধবার রাতে তারা শেষ ম্যাচে লড়বে ব্রেস্টের বিপক্ষে। এই ম্যাচে বড় জয় পেলে তারা নিশ্চিত করবে নতুন ফরম্যাটের নকআউটপর্ব।

ঢাকা/আমিনুল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত