ইংরেজিতে দক্ষ হলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি ভাষা বুঝতে সমস্যা হয় অনেকের। ফলে ভিন্ন ভাষায় কথা বলা ব্যক্তিদের সঙ্গে আলোচনার সময় ভাষা জটিলতায় পড়েন অনেকেই। ভিডিও কলে কথা বলার সময় এ সমস্যার মুখোমুখি হতে হয় সবচেয়ে বেশি। আর তাই ভিডিও কলে ভিন্ন ভাষার মানুষের সঙ্গে নির্বিঘ্নে কথা বলার সুযোগ করে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যাপ উন্মুক্ত করেছে টালো এআই। প্রতিষ্ঠানটির তৈরি টালো অ্যাপ সরাসরি গুগল মিট ও মাইক্রোসফট টিমসের সঙ্গে যুক্ত হয়ে তৎক্ষণাৎ এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ করতে পারে।