বাংলাদেশকে বেশ কষ্টই করতে হলো রানের জন্য—৫০ ওভারের ম্যাচে তারা ডট বলই খেলেছে ১৮১টি। এতেই হয়তো স্পষ্ট, বাংলাদেশের রানের জন্য হাপিত্যেশ। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ২৩৬ রানের বেশি করতে পারেনি নাজমুল হোসেনের দল।
এ রান তাড়ায় নেমে নিউজিল্যান্ড জয় পেয়েছে ২৩ বল ও ৫ উইকেট হাতে রেখে। এটি যে ব্যাটিং উইকেট ছিল, তা স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেনও।