প্রার্থনা পর্ব শেষে বিশপ বিজয় সাংবাদিকদের বলেন, ‘যিশুখ্রিষ্ট এসেছিলেন শান্তিরাজ হিসেবে। জগতে শান্তি, মুক্তি ও মানুষের সম্মান–মর্যাদা প্রতিষ্ঠা করতে। তিনি শিক্ষা দিয়েছেন, পাপীকে নয়, পাপকে ঘৃণা করতে; আমরা যাতে একে অপরকে ভালোবাসি, একে অপরকে ক্ষমা করি এবং মানুষকে ভালোবাসার বন্ধনে একত্র করি। বড়দিনে প্রার্থনা করি, এই বিশ্ব শান্তিতে ভরে উঠুক; মানুষ যাতে সম্প্রীতির মধ্যে জীবন যাপন করতে পারে এবং জগতের সব মানুষ সুখে বসবাস করুক।’
সকালে গির্জা প্রাঙ্গণ ভরে উঠেছিল প্রার্থনায় অংশ নিতে আসা মানুষদের পদচারণে। খ্রিষ্টান সম্প্রদায়ের শিশু–কিশোর, তরুণ–তরুণী, বয়স্ক, অর্থাৎ সব বয়সী মানুষ এতে অংশ নেন।