Homeদেশের গণমাধ্যমেভারত-পাকিস্তান থেকে এলো ৩৭ হাজার টন চাল

ভারত-পাকিস্তান থেকে এলো ৩৭ হাজার টন চাল


ভারত ও পাকিস্তান থেকে এবার চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুটি জাহাজ। যেখানে রয়েছে ৩৭ হাজার ২৫০ টন সিদ্ধ ও আতপ চাল।

বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে জাহাজগুলো। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ৯টা) চালগুলো খালাস কার্যক্রম শুরু হয়নি। পরীক্ষা-নিরিক্ষা শেষে খুব গিগগিরই এসব চাল খালাস করা শুরু হবে বলে জানা গেছে।

খাদ্য অধিদপ্তর জানায়, পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন চাল নিয়ে এমভি সিবি (mv SIBI) এবং ভারত থেকে ১১ হাজার টন চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট (mv HT UNITE) জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পাকিস্তান থেকে জি-টু-জি ভিত্তিতে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল আমদানি করা হয়েছে। আর ভারত থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ১১ হাজার টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।

শিপিং ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আমদানি-রপ্তানি কার্যক্রম রয়েছে। তবে গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা জাহাজ এটি। অবশ্য বেসরকারিভাবে দেশটি থেকে নিয়মিত চাল আমদানি হচ্ছে। আবার সম্প্রতি দেশটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি কনটেইনার জাহাজ চলাচলও শুরু হয়েছে।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কালবেলাকে বলেন, পাকিস্তানের কাসিম বন্দর থেকে আসা জাহাজটি বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয়েছে। আর ভারতের জাহাজটি বন্দরের ১১ নম্বর বার্থিয়ে ভেড়ানো হয়েছে। নমুনা উত্তোলন করে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজগুলো থেকে চাল খালাসের প্রক্রিয়া শুরু হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত