গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকালের এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে দুই লাখ রুপি ও আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। এদিকে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছেন তিনি।