ভারতের বাজারে গাড়ি বিক্রির গতি কমে গেছে সেই কোভিডের সময় থেকে। ২০২৪ সালে গাড়ি বিক্রিতে প্রবৃদ্ধি আছে, যদিও সেটা তেমন একটা আশাব্যঞ্জক নয়। দেখা গেছে, পেট্রলচালিত গাড়ির চেয়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রির প্রবৃদ্ধি বেশি।
ভারতের গাড়ি বিক্রেতাদের (পরিবেশক) সংগঠন ফাডা জানিয়েছে, ২০২৪ সালে প্রথাগত জ্বালানিনির্ভর যাত্রীবাহী গাড়ি বিক্রি বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। কিন্তু সেই বাজারে সেখানেই ইভি বা বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ১৯ দশমিক ৯৩ শতাংশ। গতকাল শনিবার নয়াদিল্লিতে গাড়ি মেলায় কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেন, ভারতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। ২০২৪ সালে ১৪ লাখের বেশি এই গাড়ি বিক্রি হয়েছে, যা মোট গাড়ি বিক্রির ৫ দশমিক ৬ শতাংশ। এক বছর আগে যা ছিল, ৪ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ মোট গাড়ি বিক্রির নিরিখে ইভি বিক্রি বেড়েছে ১ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।