Homeদেশের গণমাধ্যমেভারতে এবার শুরু হয়েছে পুনের পিচ নিয়ে ‘ব্লেম গেম’

ভারতে এবার শুরু হয়েছে পুনের পিচ নিয়ে ‘ব্লেম গেম’


বেঙ্গালুরুর পর পুনে—একই গল্পের পুনরাবৃত্তি। ভারত দলে সাম্প্রতিক সময়ে বিরল হয়ে ওঠা ব্যাটিং ধস। এর ফলও পেয়েছে রোহিত শর্মার দল। বেঙ্গালুরুর পর পুনেতেও নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে গেছে তারা। ঘরের মাঠে প্রায় এক যুগ পর সিরিজ হারল ভারত।

এই হারের পর ভারত দলকে নিয়ে চলছে নানা রকম কাটাছেঁড়া। বেশি কাটাছেঁড়াই হচ্ছে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপের ব্যর্থতা নিয়ে। কেউ কেউ বোলিংয়ের সমালোচনাও করছেন। এর মধ্যেই ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল মুখর হয়েছেন পিচের সমালোচনায়।

যে দল ঘরের মাঠে অপ্রতিরোধ্য, সেই ভারত নিউজিল্যান্ডের কাছে এভাবে ধসে পড়ায় একটু বিস্মিতই হয়েছেন মদন লাল, ‘ঘরের মাঠে আমরা সাধারণত সিরিজ জিতি। এর কারণ কন্ডিশন আমাদের সহায়তা করে। পিচ আমাদের খেলার স্টাইলের সঙ্গে মানানসই এবং আমরা এখানে ব্যাটিং করতে বা খেলতে অভ্যস্ত। আবহাওয়ার সঙ্গে আমরা বেশি পরিচিত।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত