ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার এই প্রসঙ্গে বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রাক্ ২০২০ স্থিতাবস্থা ফিরে এলেই সীমান্ত থেকে সেনা সরানো নিয়ে ভাবনাচিন্তা করা হবে। তার আগে নয়।
দ্বিবেদী বলেন, ২০২০ সালের এপ্রিল মাসের অবস্থানে চীনা ফৌজকে ফিরে যেতে হবে। আপাতত সেনারা পারস্পরিক বিশ্বাস ফিরিয়ে আনতে সচেষ্ট। পুরোনো অবস্থানে দুই দেশের সেনারা ফিরে যাওয়ার পরেই সেনা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সীমান্তেও নজরদারি চালানো হবে স্বাভাবিকভাবে।
গালওয়ান সংঘর্ষের পর লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনা উপস্থিতি প্রবলভাবে বেড়ে যায়। ভারত প্রায় ৬০ হাজার সেনা মোতায়েন করেছে। প্রায় সমপরিমাণ সেনা মোতায়েন করেছে চীনও।