ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) আয়োজনে কাজী নজরুল ইসলামের শ্যামাসংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশে সমানভাবে জনপ্রিয়। মা কালীকে নিয়ে নজরুল শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন, যেগুলোকে শ্যামাসংগীত বলা হয়।
এই অনুষ্ঠানে নজরুলের কবিতা পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সী এবং নজরুলের শ্যামাসংগীতের নির্বাচিত গান পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রি।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেন, কবি নজরুলের সৃষ্টিকর্ম ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য এবং এটি আমাদের দুই দেশের মানুষে-মানুষে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগ বিনির্মাণ করার একটি অনন্য প্ল্যাটফর্ম প্রদান করে।
এই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।