Homeদেশের গণমাধ্যমে‘ভবদহ নিয়ে কাউকে পকেট ভারী করতে দেব হবে না’

‘ভবদহ নিয়ে কাউকে পকেট ভারী করতে দেব হবে না’


বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহ সমস্যা সমাধানের নামে যেভাবে অসাধু রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা বিগত দিনে নিজেদের পকেট ভারী করেছেন, সেই দুঃশাসন-দুর্নীতির পুনরাবৃত্তি ঘটবে না।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে ভবদহ এলাকা পরিদর্শন শেষে মনিরামপুর উপজেলার কুমারঘাটা রাজবংশীপাড়া কালীমন্দির চত্বরে অনুষ্ঠিত গণজমায়েতে এসব কথা বলেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কেউ যদি আবারও ভারী করার চেষ্টা করে তাহলে বিএনপি তার মোকাবিলা করবে। বিএনপি ক্ষমতায় গেলে ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে। যশোরের ভবদহ সমস্যার স্থায়ী সমাধান বিএনপির নেতৃত্বে খুঁজে বের করা হবে।

ভবদহের স্থায়ী সমাধানে ১১ দফা দাবি বাস্তবায়নে মনিরামপুর থানা বিএনপির উদ্যোগে ভবদহ অভিমুখে এ লংমার্চের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। মনিরামপুর উপজেলা বিএনপি ছাড়াও পার্শ্ববর্তী অভয়নগর, কেশবপুর উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে গণজমায়েতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিক, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, মোহাম্মদ মুছা, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু খান, কেশবপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক

স্থানীয় কুলটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক নাজমুল হক লিটনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত