সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত সরকারের আমলে লুটেরা স্বার্থান্বেষী মহলের স্বার্থে টিআরএম প্রকল্প বাতিল ও পাম্প চালু করে নদকে হত্যা করা হয়েছিল। বর্তমান দুর্ভোগের জন্য গণবিরোধী সেই সিদ্ধান্ত দায়ী। এখনো সেই চক্র সক্রিয় এবং তারা সরকারের কাছে কিছু স্বাক্ষরসহ আবেদন করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। স্থানীয় পাউবো কর্তৃপক্ষের মধ্যে সেই ভূত চেপে আছে। সে কারণেই সরকারি সিদ্ধান্ত বানচাল হতে চলেছে। এই মুহূর্তে ভবদহ স্লুইসগেট খুলে দিয়ে প্রয়োজনীয় সংস্কার অব্যাহত রাখলে ফসল ফলানো সম্ভব হতে পারে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, পানিসম্পদ উপদেষ্টার উপস্থিতিতে যশোর সার্কিট হাউসে গণশুনানিতে তিনি ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে তদারকি কমিটি গঠন করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন। জেলা প্রশাসক সেই নির্দেশ উপেক্ষা করেছেন।
সংবাদ সম্মেলনে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির (জাহিদ), আহ্বায়ক রনজিত বাওয়ালী, উপদেষ্টা তসলিম-উর-রহমান, সদস্য জিল্লুর রহমান, অনিল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।