অ্যান আরও বলেন, ‘শুরুতে আমি নিজেকে বুঝিয়েছি যে এটা ভুয়া। এ হতে পারে না! আসলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আমি অতটা অভ্যস্ত নই। আমার সঙ্গে কী ঘটছে, আমি আসলে ঠিকমতো বুঝে উঠতে পারছিলাম না।’ শুরুতে অ্যান দ্বিধাগ্রস্ত থাকলেও পরে প্রতারক এআই দিয়ে তৈরি পিটের ছবি ও ভিডিও পাঠিয়ে অ্যানের বিশ্বাস অর্জন করেন। ব্র্যাড পিট পরিচয় দিয়ে প্রতারক নিয়মিত অ্যানকে প্রেমপূর্ণ বার্তা পাঠাতেন, কবিতা পাঠাতেন, লিখতেন ভালোবাসার কথা। অ্যান বলেন, ‘লোকটা জানত, কীভাবে নারীদের সম্মান দিয়ে কথা বলতে হয়। আমার লোকটার সঙ্গে কথা বলতে ভালো লাগত। সবকিছু একদম ঠিকঠাক চলছিল।’