প্রদর্শনীতে স্যার ফজলের পছন্দের শিল্পকর্ম, শিক্ষার্থীদের তৈরি চিত্রকর্ম এবং তাঁর সামাজিক উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। তিনজন শিক্ষার্থীর শিল্পকর্মকে পুরস্কৃত করা হয় এবং দুজনকে বিশেষ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিন অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক, ডিপার্টমেন্ট অব আর্কিটেকচারের চেয়ারপারসন জয়নাব ফারুকী আলী, রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড ও অফিস অব কমিউনিকেশনসের ডিরেক্টর খায়রুল বাশার।
অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ তাঁর বক্তব্যে বলেন, ‘স্যার ফজলে হাসান আবেদের আদর্শ ও কর্মময় জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী বা দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে ব্র্যাকের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তিনি সারা জীবন আমাদের সবার অন্তরে বেঁচে থাকবেন।’