Homeদেশের গণমাধ্যমেব্রিটিশ কারিকুলামে পড়েও হাফেজ হয় যে স্কুলের শিক্ষার্থীরা

ব্রিটিশ কারিকুলামে পড়েও হাফেজ হয় যে স্কুলের শিক্ষার্থীরা


আরবি শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দিয়ে ২০১৭ সালে যাত্রা শুরু করে রাজধানীর উইটন ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলটি ব্রিটিশ কারিকুলামে পরিচালিত হলেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামী শিক্ষায়। ক্যামব্রিজ কারিকুলামে পরিচালিত এই প্রতিষ্ঠান ইতোমধ্যে ৭০ জন কোরআনের হাফেজ তৈরি করে এক অনন্য নজির স্থাপন করেছে।

ক্যামব্রিজ কারিকুলামে পরিচালিত প্রতিষ্ঠানটিতে সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি ভাষা এবং ইসলাম শিক্ষা বিষয়ে পাঠদান করা হয়। ফলে এ লেভেল পাশ করার পর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ থাকে শিক্ষার্থীদের। সাফল্যের ধারাবাহিকতায় এ বছরেও ‘O’ লেভেল পরীক্ষার সব শিক্ষার্থী A* (এ স্টার) ফলাফল অর্জন করেছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুল্লাহ জামান বলেন, যেখানে দেশের প্রচলিত ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা অনেকাংশই কোচিং নির্ভর, সেখানে কোচিং না করে তাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করে।

উইটন ইন্টারন্যাশনাল স্কুলে প্রবেশ করলেই অন্য স্কুলের থেকে এর গুণগত পার্থক্য লক্ষ্য করা যায়। আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে পূর্ণাঙ্গ হিফজুল কোরআন প্রোগ্রাম। বর্তমানে এই প্রোগ্রামের অধীনে চার শতাধিক শিক্ষার্থী কোরআনুল কারিমের হিফজ অধ্যয়ন করছে।

শুধু পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্কুলে রয়েছে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান চর্চা ও খেলাধুলার সু-ব্যবস্থাও রয়েছে।

শিক্ষার্থীদের প্রশিক্ষক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, পড়ালেখার পাশাপাশি নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে খেলাধুলার বিকল্প নেই।

এ বিষয়ে উইটন স্কুলের অভিভাবকরা বলেন, অন্য ইংলিশ মিডিয়াম স্কুলের মত বাইরে আলাদা কোচিং করার জন্য আমাদের ছুটে বেড়াতে হয় না।

ইসলামী মূল্যবোধ ও বিজ্ঞান চর্চার অনন্য সংমিশ্রণে স্কুলটি শিক্ষার মান ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে উইটন ইন্টারন্যাশনাল স্কুল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত