Homeদেশের গণমাধ্যমেব্রাহ্মণপাড়ায় অবৈধ ১২ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণপাড়ায় অবৈধ ১২ স্থাপনা উচ্ছেদ


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে সরকারি জায়গা দখল করে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকার কুমিল্লা-মিরপুর সড়কের পাশে জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চারিপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কের পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। এর আগেও অভিযান চালিয়ে এসব (৯টি) অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল উপজেলা প্রশাসন। তারা আবারও একই জায়গায় নতুন করে স্থাপনা নির্মাণ করে। পরে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্দেশে ওই স্থানের একটি দোতলা ভবনসহ অবৈধ ১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, জেলা প্রশাসনের নির্দেশে উপজেলার চারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত