চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের রফিক উদ্দিন সিদ্দিকী সড়কের নতুন রেলস্টেশনের বিপরীতে নাজির সালেহ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় খুকি লাইফ স্টাইলের শোরুম। শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ফ্যাশনসচেতন নারীদের ব্যতিক্রম ডিজাইনের পোশাক, ওড়না, হিজাব, ব্যাগ, পারফিউম ও জুতার সমাহার নিয়ে শনিবার বেলা ৩টায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তদের আসার আমন্ত্রণ জানিয়ে পাঁচ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী।
ব্যক্তিগত কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি বলে জানিয়ে শোরুমের ব্যবস্থাপক ইমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, বেলা ৩টা থেকে তাঁদের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অংশ নিতে মেহজাবীন চৌধুরী চট্টগ্রামে এসেছিলেন। কিন্তু হয়তো ব্যক্তিগত কারণে মেহজাবীন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শেষ পর্যন্ত ওনাকে ছাড়াই শোরুমের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান করতে হয়েছে। অনুষ্ঠান চলাকালে শোরুমের ভেতরে কোনো সমস্যা হয়নি। বাইরে কেউ ছিলেন কি না, তা তাঁদের জানা নেই।