ভারতকে নিয়ে সিডনি টেস্টের আগে মাঠের বাইরের হইচই কম হয়নি। রোহিত শর্মা নিজেকে সরিয়ে নেওয়ার পর মাঠে তাদের ব্যাটিং পারফরম্যান্সও হলো এলোমেলো। জসপ্রিত বুমরা অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। তার ব্যাটিংয়ের সিদ্ধান্ত কাজে লাগেনি। অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৮৫ রানে অলআউট ভারত, দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগে।
অস্ট্রেলিয়াকেও যে ভুগতে হবে, সেই আভাস দিয়ে রাখলেন বুমরা। দিনের শেষ বলে উসমান খাজাকে আউট করলেন তিনি। অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ১ উইকেটে ৯ রানে। ১৭৬ রানে পিছিয়ে তারা।
ভারতকে চাপে রাখতে বল হাতে আগুন ঝরান অজি পেসাররা। তাতে নেতৃত্ব দিয়েছেন স্কট বোল্যান্ড। ২০ ওভার বল করে ৩১ রান দিয়ে চার উইকেট নেন তিনি। কম যাননি মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স, যথাক্রমে পান তিন ও দুই উইকেট।
১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরু করে ভারত। বিরাট কোহলি নেমেই বেঁচে যান বিতর্কিত নটআউটের সিদ্ধান্তে। এনিয়ে চলছে জোর আলোচনা। স্টিভ স্মিথ তার ব্যাটের কানায় লেগে উড়ে আসা বল নিচু ক্যাচ ধরার চেষ্টা করেন। হাতে বল জমা না হয়ে ছিটকে মার্নাস লাবুশেনের হাতে ধরা পড়ে। কিন্তু স্মিথের কাছ থেকে বল ছিটকে যাওয়ার আগে মাটি স্পর্শ করেছিল বলে রায় দেন টিভি আম্পায়ার। বেঁচে যান ভারতীয় তারকা। কিন্তু ৬৯ বল খেলে মাত্র ১৭ রান করে দ্বিতীয় জীবন কাজে লাগাতে পারেননি কোহলি।
বোল্যান্ড-স্টার্কের তোপে পড়ে ব্যাটারদের ব্যর্থতার দিনে ঋষভ পান্ত করেন সর্বোচ্চ ৪০ রান। দ্বিতীয় সেরা ২৬ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাটে। শেষ দিকে বুমরা ২২ রান করে স্কোর দেড়শ পার করেন।
অস্ট্রেলিয়া ৩ ওভার খেলেছে। স্যাম কনস্টাস ৭ রানে অপরাজিত ছিলেন।