আমন ধান ঘরে তোলা হয়ে গেছে। এখন কৃষকদের অনেকে জমিতে নেমে পড়েছেন বোরো চাষে। হাল দিয়ে জমি প্রস্তুত করে বীজ ফেলে চারা উৎপাদন করা হচ্ছে। কিছুদিন পর সেই চারা রোপণ করা হবে জমিতে। তাই কেউ জমির নাড়া কাটতে, কেউ জমি চাষে আবার কেউ ধানের বীজ ফেলতে ব্যস্ত সময় পার করছেন। শীতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে করে যাচ্ছেন তাঁরা। ছবিগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তোলা।