Homeদেশের গণমাধ্যমেবৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান টিআইবি সদস্যদের

বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান টিআইবি সদস্যদের


বার্ষিক সভা থেকে টিআইবির সদস্যরা বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব শিক্ষার্থী-জনতা নিহত ও আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন সেসব ভুক্তভোগী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার জবাবদিহি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিআইবির সদস্যগণ মনে করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো, কর্তৃত্ববাদের বিদায়ের মধ্য দিয়ে জনমনে মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন ও অসংকোচ মতপ্রকাশের যে প্রত্যাশার সঞ্চার হয়েছে, তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এ ছাড়া সবাই যাতে চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতার চর্চা করতে পারেন, তার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। বিগত কর্তৃত্ববাদী শাসনকাঠামোর মতো স্বাধীন মত ও সাংবাদিকতার কারণে কেউ যেন হয়রানি, দোসর আখ্যায়িত বা ট্যাগিংয়ের শিকার না হন, সে ব্যাপারে সবাইকে উদার ও সহিষ্ণু আচরণ করার আহ্বান জানান তাঁরা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত