জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও তিন সমন্বয়ক-সহসমন্বয়ক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) তারা নিজেরাই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
পদত্যাগ করা সমন্বয়ক হলেন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তামীম মোস্তারী এবং সহ-সমন্বয়ক ৫০তম ব্যাচের আফ্রিদি হাসান ও ৫১তম ব্যাচের হাসান মৃধা। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এর মধ্যে তামীম মোস্তারী লিখিত পদত্যাগ পত্র জামা দিলেও বাকি দুই জন মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তারা জানান, জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে ছিলাম। আন্দোলনের সময় নিজের নৈতিক জায়গা থেকে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলনে অংশগ্রহণ ব্যতীত তেমন কোও অ্যাক্টিভিটিতে আমরা ছিলাম না। যেহেতু আমরা আমাদের আন্দোলনের প্রধান উদ্দেশ্য অর্জনে সফল হয়েছি, তাই বর্তমান সময়ে এসে আমার এ কমিটিতে থাকার প্রয়োজনীয়তা অনুভব করছি না। তাই স্বেচ্ছায় আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার থেকে পদত্যাগ করছি।
এর আগে, ১৩ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ৩৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।