যোগ্যতা: বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোনো বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন, জোহো সিআরএম, ক্যানভা, গুগল ওয়ার্কস্পেস, ক্লিকআপ ও জোহো বুকসের কাজে দক্ষ হতে হবে। ওয়ার্কফ্লো অটোমেশন ও ইউজার পারমিশন সেটিংস বিষয়ে জানাশোনা থাকতে হবে। সফটওয়্যার প্ল্যাটফর্ম, যেমন জোহো স্যুট, ক্লিকআপ, মেইলচিম্প, গুগল ওয়ার্কস্পেস, মাইক্রোসফট ৩৬৫, গুগল অ্যানালিটিকস ৪, গুগল অ্যাড ম্যানেজার, মেটা অ্যাডস ম্যানেজার, এডব্লিউএস ও ক্যানভার ব্যবহার জানতে হবে। সফটওয়্যার অ্যাডমিনিস্ট্রেশন বা আইটি সিস্টেমসে সার্টিফিকেশন থাকতে হবে। সমস্যা সমাধান ও ট্রাবলশুটিংয়ে পারদর্শী ও যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়স: ২৮ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা