Homeদেশের গণমাধ্যমেবেঁচে থাকতে ফ্যাসিবাদের জন্য এক ইঞ্চি মাটিও ছাড়ব না: হাসনাত

বেঁচে থাকতে ফ্যাসিবাদের জন্য এক ইঞ্চি মাটিও ছাড়ব না: হাসনাত


বেঁচে থাকতে ফ্যাসিবাদের জন্য বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, তাদের উদ্দেশে হাসনাত বলেন, দেশের টানে যারা রাস্তায় নেমেছিল, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনাদের ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে হবে। তবে আমরা যত দিন বেঁচে আছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—এক ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছেড়ে দেওয়া হবে না।

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণআন্দোলনের শহীদদের রক্তের বিচার এবং গুম, খুন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক নয়। জাতীয় পার্টি ফ্যাসিবাদের আরেকটি দোসর। তারা জাতীয় বেইমান।

আমাদের দেশে হিন্দু-মুসলিম বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে, তা বেশি বেশি গণমাধ্যমে তুলে ধরতে হবে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াকে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশাসহ অনেকেই উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত