ফিলিস্তিন, জর্ডান, লেবানন ও সিরিয়ার ভূখণ্ডকে নিজেদের দাবি করে ইসরায়েল সরকার ‘বৃহত্তর ইসরায়েল’ মানচিত্র প্রকাশ করায় ক্ষোভ জানিয়েছে আরব দেশগুলো। এ পদক্ষেপকে এসব দেশের সার্বভৌমত্বের ওপর সুস্পষ্ট আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে তারা।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে ৬ জানুয়ারি বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করা হয়। এই মানচিত্রে ফিলিস্তিনের পাশাপাশি জর্ডান, লেবানন ও সিরিয়ার কিছু ভূখণ্ডকেও নিজেদের দাবি করে দেশটি।
আরব নিউজ ও আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এই মানচিত্র প্রকাশে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিন, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আরব লিগও।