অঝোরে বৃষ্টি নেমেছিল লাহোরে। আফগানিস্তানের ২৭৪ রানের লক্ষ্যে নেমে ১২.৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর যখন ১ উইকেটে ১০৯ রান। জয়ের পাল্লা তাদের দিকেই ঝুকে ছিল। দেড় ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর অবস্থার উন্নতি হয়নি। ম্যাচের ফল বের করতে দ্বিতীয় ইনিংসে অন্তত ২০ ওভার হওয়া লাগতো। তাতে করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। পয়েন্ট ভাগাভাগি করে দুই দল, এক পয়েন্ট নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
লক্ষ্যে নেমে ট্র্যাভিস হেডের ৩৪ বলে ফিফটিতে দাপট দেখায় অস্ট্রেলিয়া। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪০ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। ৯ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। অন্য প্রান্তে ১৯ রানে খেলছিলেন স্টিভ স্মিথ।
এর আগে ৪.৩ ওভারে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরে যান ম্যাথু শর্ট (২০)।