প্রতিবছরের ১ জানুয়ারি স্বাগতিক ও সফরকারী দলকে বাসভবনে আমন্ত্রণ জানানো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর জন্য একরকম রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এবারও সেটির ব্যতিক্রম হয়নি। কাল রাতে দেড় ঘণ্টার অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে খোশগল্পে মজেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, বিদায়ী প্রধান নির্বাহী নিক হকলি এবং শিগগিরই হকলির স্থলাভিষিক্ত হতে চলা টড গ্রিনবার্গ।
নৈশভোজে খাদ্য তালিকায় ছিল তন্দুরি, ভেড়ার মাংসের কাটলেট, গলদা চিংড়ি, বাগদা চিংড়ির রোল, পালং শাক, পনির ও মাংসের বিশেষ রোল, নানা ধরনের ফল এবং আইসক্রিম।