পেসার জসপ্রীত বুমরার চোট নিয়ে ছিল শঙ্কা। তারকা এই পেসারকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন ভারত। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন কুলদীপ যাবদও।
আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড পাঠানোর শেষ সময়সীমা ১১ ফেব্রুয়ারি। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ভারত।
টুর্নামেন্টে ভারত রয়েছে গ্রুপ ‘এ’ তে। ২০ ফেব্রুয়ারি তাদের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ বাংলাদেশ। তার পর ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের। ২ মার্চের ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত তাদের সবগুলো ম্যাচই খেলবে দুবাইয়ে। কারণ ভারত সরকার পাকিস্তানে রোহিত শর্মাদের পাঠানোর কোনও অনুমতি দেয়নি। তাই টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে হাইব্রিড মডেলে।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি, আরশদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা।