চূড়ান্ত পর্ব আয়োজন হবে ২৩ মে, যেখানে সেরা দলগুলোকে পুরষ্কৃত করা হবে। এবার চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা পুরস্কার। প্রথম রানারআপ পাবে ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবে ১৫ হাজার টাকা।
এবারের আয়োজন নিয়ে বুটেক্স বিজনেস ক্লাবের সভাপতি আনান সরকার ফিজা বলেন, বুটেক্স বিজনেস ক্লাব সব সময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত টেক্সবিজের এবারের সংস্করণও তার ব্যতিক্রম নয়। আমরা এমন একটি ইভেন্ট পরিকল্পনা করেছি, যেখানে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটাতে পারবে। সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, ‘আমাদের প্রত্যাশা, এ আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রমাণের পাশাপাশি বাস্তবিক চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা অর্জন করবে।’