Homeদেশের গণমাধ্যমেবিশ্বের ৭০ দেশে নির্বাচন, ক্ষমতা পেলেও হাসিনা-বাশারের করুণ পরিণতি

বিশ্বের ৭০ দেশে নির্বাচন, ক্ষমতা পেলেও হাসিনা-বাশারের করুণ পরিণতি


বিশ্বে ২০২৪ সালে ৭০টির বেশি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব দেশের ভোটাররা তাদের নেতাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে। যাদের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রও। 

এ বছর সারা বিশ্বে প্রায় ৪০০ কোটি মানুষ ভোট প্রদান করেন। যা বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী। কিছু নির্বাচনের ফল ছিল আগেই নির্ধারিত আবার কিছু নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়। ২০২৪ সালে বিশ্বব্যাপী নির্বাচনে ভোট প্রদানে ভোটারদের হার ছিল ৬১ শতাংশ। 

এসব দেশের মধ্যে সবচেয়ে কম ভোটার ছিল তিউনিশিয়াতে। বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতে এ বছর ৬৩ কোটি ৭৪ লাখ মানুষ ভোট প্রদান করে। দেশটিতে ছয় সপ্তাহ ধরে সাত ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জয় পেয়েছে এক দশক ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। কিন্তু দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে তাকে জোট সরকার গঠন করতে হয়েছে। 

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়াতেও। দেশটিতে চলতি বছরের মার্চে ১৬ কোটি ৬৪ লাখ মানুষ ভোট প্রদান করে। এ নির্বাচনে জয়ী হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো। যদিও নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। 

এ বছর বিশ্বের দৃষ্টি ছিল মার্কিন নির্বাচনের প্রতি। কারণ এ নির্বাচনে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে কে জিতবে তা আগে থেকে তেমন কোনো সমীক্ষা পাওয়া যায়নি। প্রাথমিক জরিপে কমলা হ্যারিসকে এগিয়ে রাখা হলেও মূল ভোটে ভূমিধস জয় পায় ডোনাল্ট ট্রাম্প। এ নির্বাচনে ১৫ কোটি ২০ লাখ ভোটার ভোট প্রদান করে। ৭ কোটি ৭০ লাখের বেশি ভোট পেয়েছে জয়ী হন ট্রাম্প। ৫৩৮টি ইলেকট্ররাল কলেজে ভোট ট্রাম্প ৩১২টি ভোট পায়। 

এ ছাড়া আলজেরিয়া, আজারবাইজান, বেলারুশ, বুলগেরিয়া, চাদ, কমোরোস, ক্রোয়েশিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, জর্জিয়া, ইন্ডিয়া, লুথিনিয়া, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, তিউনিশিয়া ও ভেনেজুয়াতে নির্বাচন অনুষ্ঠিত হলেও নেতা অপরিবর্তিত রয়েছে। 

এদিকে অস্ট্রিয়া, বতসোয়ানা, ভুটান, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরান, মেক্সিকো, পর্তুগাল, সেনেগাল, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নির্বাচনে নতুন নেতা নির্বাচিত হয়। 

তবে, ২০২৪ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েও ‘কপাল পুড়ে’ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ২০২৪ সালে ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে পঞ্চম বারের মতো ক্ষমতায় আসেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত জুলাইয়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলে এক পর্যায়ে আগস্টে ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যান। ওই আন্দোলনে সরকারি বাহিনীর হাতে ব্যাপক মানুষ নিহত ও আহত হয়। 

পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। 

শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে। দেশটিতে জুলাইতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আসাদের দল বাথ পার্টি ২৫০টি আসন পায়। কিন্তু নির্বাচনের ৫ মাস পর তিনি ক্ষমতা হারান। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের অভিযানের মুখে রাশিয়া পালিয়ে যান। এর মধ্যে দিয়ে তার পরিবারের ৫০ বছর ধরে শাসনের অবসান হয়েছে। 

সূত্র: আল জাজিরা 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত