Homeদেশের গণমাধ্যমেবিশ্বের বৃহৎ ১০ শপিং মলের সবই এশিয়ায়, কী আছে এগুলোতে

বিশ্বের বৃহৎ ১০ শপিং মলের সবই এশিয়ায়, কী আছে এগুলোতে


কিছু কিছু মানুষের কাছে শপিং মল কেবলই প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের জায়গা। আবার কারও কারও কাছে শপিং মল হলো একই সঙ্গে কেনাকাটা করা এবং বন্ধু, পরিবার-পরিজন ও সহকর্মীদের সঙ্গে আনন্দ-আড্ডায় মেতে ওঠার জায়গা। সময়ের সঙ্গে সঙ্গে কেনাকাটার কেন্দ্রগুলো বিশাল কাঠামোতে রূপ নিচ্ছে। এগুলোতে এখন এক ছাদের নিচে খুচরা দোকানপাট ছাড়াও আছে প্রেক্ষাগৃহ, সারি সারি খাবারের জায়গা, বিনোদনকেন্দ্র, ডিপার্টমেন্টাল স্টোরসহ অনেক কিছু। বিভিন্ন দেশে গড়ে ওঠা বিশাল শপিং মলগুলো যেন সেসব দেশের সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। বিশ্বের এমন বড় বড় ১০ শপিং মলের একটি তালিকা করেছে ওয়ার্ল্ড অ্যাটলাস। শপিং মলের ভেতরে ব্যবহারযোগ্য জায়গার পরিমাণের ভিত্তিতে ২০২৩ সালে তালিকাটি করা হয়েছে।

তালিকা অনুযায়ী ১০ বড় শপিং মল হলো—ইরান মল, আইওআই সিটি মল, সাউথ চায়না মল, ইস্পাহান সিটি সেন্টার, এসএম মল অব এশিয়া, এসএম তিয়ানজিন, গোল্ডেন রিসোর্সেস মল, সেন্ট্রাল প্লাজা ওয়েস্টগেট, সেন্ট্রাল ওয়ার্ল্ড, আইকনসিয়াম। বড় শপিংমলগুলোর বেশির ভাগেরই অবস্থান চীন ও থাইল্যান্ডে। এগুলো দেখতে কেমন, ভেতরে কী আছে, জেনে নিন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত