Homeদেশের গণমাধ্যমেবিশ্বব্যাপী ধর্মঘটে সাড়া ইবি শিক্ষার্থীদের

বিশ্বব্যাপী ধর্মঘটে সাড়া ইবি শিক্ষার্থীদের



ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ৬ এপ্রিল ২০২৫  


গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি ও বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানে সাড়া জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

রবিবার (৬ এপ্রিল) বিকেলে ‘গাজার পাশে আছি’ শীর্ষক এক বিবৃতিতে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। আগামী সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণহত্যার মুখে নীরব থাকতে পারি না এবং থাকবো না। গাজার নিপীড়িত মানুষের প্রতি অকুণ্ঠ সংহতি জানিয়ে আমরা সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ধর্মঘটে অংশ নিচ্ছি। এদিন কোন ক্লাস, ল্যাব বা অফিস চলবে না।

তারা আরো বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের মিত্রদের হাতে প্রতিদিন নিরপরাধ নারী, পুরুষ, শিশু এমনকি নবজাতকরাও নৃশংসতার শিকার হচ্ছে। এটি যুদ্ধ নয়, এটি পরিকল্পিত জাতিগত নিধন। বিশ্ব নেতারা যখন নীরব, তখন আমরাই সত্যের পক্ষে কণ্ঠ তুলে ধরি।”

শিক্ষার্থীদের মতে, এই ধর্মঘট শুধুই প্রতিবাদ নয়; এটি মানবতার পক্ষে অবস্থান, একটি সম্মিলিত চিৎকার এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ঘোষণা। তারা দেশের সব শিক্ষার্থীদের এ শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানান।

ঢাকা/তানিম/মেহেদী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত