Homeদেশের গণমাধ্যমেবিশ্বকাপ ফাইনাল হারের প্রতিশোধ নিল ক্রোয়শিয়া

বিশ্বকাপ ফাইনাল হারের প্রতিশোধ নিল ক্রোয়শিয়া


প্রকাশিত: ১৩:১৩, ২১ মার্চ ২০২৫  


এবারের উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র যখন হয়, তখন ধারণা ছিল একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ম্যাচে ক্রোয়শিয়া-ফ্রান্স ম্যাচে। ক্রোয়েটদের সামনে সুযোগ ছিল ২০১৮ বিশ্বকাপ ফাইনাল হারের প্রতিষোধ নেওয়ার। সেই সুযোগ শতভাগ লুফে নিয়ে ফরাসিদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল ক্রোয়শিয়া।

এই ম্যাচে ৩৯ বছরের লুকা মদ্রিচের সামনে রীতিমত মুখ থুবড়ে পড়লেন ২৬ বছর বয়সী কিলিয়ান এমবাপে। অন্যদিকে ভাগ্য সহায় হচ্ছিল না ফ্রান্স দলের। বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়শিয়ে। ফলে সেমি ফাইনালের পথে এক পা দিয়েই রেখেছে মদ্রিচরা।

ঘরের পলজাড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে অবশ্য বেশ চাপে ছিল ক্রোয়শিয়া। ফরাসিরা একের পর এক আক্রমণে দারুণ পরীক্ষা নিচ্ছল স্বাগতিক ডিফেন্সের। তবে জালের দেখা পাচ্চছিল না। এসবের মাঝে ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ক্রোয়েটরা। তবে স্ট্রাইকার আন্দ্রেজ ক্রামারিচ পেনাল্টি মিস করায় সেই সুযোগ হাতছাড়া হয়।

তবে ম্যাচের ২৬ মিনিটে ইভান প্যারিসিচের অ্যাসিস্টে গোল করেন আন্টে বুদিমির। ম্যাচে ফিরতে মরিয়া ফ্রান্স এরপর আক্রমণ শাণিত করে। এসবের মাঝে এমবাপের শট আটকে দেন ক্রোয়েট গোলরক্ষক। ফরাসিরা ম্যাচে তো ফিরতেই পারেনি উল্টো প্রথমার্ধের শেষ দিকে প্যারিসিচ নিজে গোল করে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা অব্যাহত রাখে দিদিয়ার দেশমের দল। তবে লাভ হয়নি।

ঢাকা/নাভিদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত