মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের আবির্ভাব ছেলেদের আগে। ১৯৭৩ সালে মেয়েদের প্রথম বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডে। সেই দেশেই ছেলেদের প্রথম বিশ্বকাপ হয় ১৯৭৫ সালে।
এ বছর সেপ্টেম্বর-অক্টোবরে আট দল নিয়ে ভারতে বসবে মেয়েদের বিশ্বকাপের ত্রয়োদশ আসর। এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারতসহ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ চক্রের শীর্ষ ছয় দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বাকি দুই দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।