আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহ সূর্যকে বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করে থাকে। বিজ্ঞানীরা দাবি করেছেন, অতীতে আমাদের সৌরজগতে অনেক বড় আন্তনাক্ষত্রিক বস্তুর প্রবেশের কারণে বিভিন্ন গ্রহের কক্ষপথ নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে। সেই মহাজাগতিক আন্তনাক্ষত্রিক বস্তু বৃহস্পতি গ্রহের ভরের আট গুণ ছিল। এখন মঙ্গল গ্রহ যেখানে প্রদক্ষিণ করছে, তার খুব কাছাকাছি অবস্থান করেছিল সেই বস্তু, যা বৃহস্পতি, শনি, ইউরেনাসের কক্ষপথকে প্রভাবিত করেছে। আর্কাইভ প্রিপ্রিন্ট ডেটাবেজ প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য জানানো হয়েছে।